ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মাদারীপুরে জয়নাল আবেদীন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:২৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরে এ্যাডভোকেট জয়নাল আবেদীন (৪৮) হত্যা মামলার প্রধান আসামী মো. ফারুক মাতুব্বর (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে রাজধানী ঢাকার পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক মাতুব্বর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের নওহাটা গ্রামের মৃত আ. হাই মাতুব্বরের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জয়নাল আবেদন শহর থেকে মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে বালিয়া গ্রামে পথরোধ করে ফারুক মাতুব্বর লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে এ্যাডভোকেট জয়নাল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ৯ সেপ্টেম্বর সোমবার রাতে মৃত্যুবরণ করে। এই ঘটনায় সদর থানায় মামলা দায়ের করলে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আসামী কে সদর থানায় হস্তান্তর করা হয়।