বরগুনার বেতাগীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর আওতায় জেলার নদিগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। দিনব্যাপী বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
বুধবার (৩০ অক্টোবর) বেতাগীর বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে ২ লক্ষ মিটারের বেশি জাল, ৫০-৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয় এবং মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।
এসময় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ ও নৌবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ জানান, ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
এ সময় নদীতে ইলিশ মাছ শিকারীদের মাছ শিকারে বিরত রাখতে উপজেলা ও জেলা প্রশাসনের সাথে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশ মাছ শিকার থেকে প্রান্তিক জেলেদের ভিজিএফ এর আওতায় প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ শিকার থেকে বিরত রাখতে বিশেষভাবে প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :