ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আহলুস-সুন্নাহ্ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগে নাস্তিক বিরোধী ক্যাম্পেইন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১২:৩৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নে-ধর্মীয়, সামাজিক ও মানব কল্যাণমূলক সংগঠন ‍‍`আহলুস-সুন্নাহ্ ফাউন্ডেশন‍‍` এর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অনুষ্ঠিত হচ্ছে ‍‍`নাস্তিক বিরোধী ক্যাম্পেইন ২০২৪ ইং‍‍`। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে অত্র এলাকার একদল কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসা পড়ুয়া তরুন আলেম-জেনারেল ছাত্রদের সমন্বয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জনপ্রিয় তরুণ লেখক আরিফ আজাদের ‍‍`প্যারাডক্সিক্যাল সাজিদ‍‍` বই বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

এই সংগঠনটির একজন শুরা সদস্য মোঃ সুমন হাজারীর সাথে কথা বললে তিনি জানান-কিছু জেনারেল তরুন যুবক ও প্রবাসীদের প্রচেষ্টায় বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নে আহলুস-সুন্নাহ্ ফাউন্ডেশন‍‍` নামে একটি ধর্মীয়, সামাজিক ও মানব কল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করা হয়৷ বর্তমানে সংগঠনটি পরিচালনার জন্য এগারো সদস্য বিশিষ্ট একটি শুরা কমিটি রয়েছে যেখানে বেশ কিছু তরুন মেধাবী আলেম রয়েছেন।

‍‍`আহলুস-সুন্নাহ্ ফাউন্ডেশন‍‍` একটি অরাজনৈতিক, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সংগঠন। এই সংগঠন মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, ত্রাণ বিতরণ, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলতি বছরে বন্যা ও দূর্যোগ পরিস্থিতিতে ‍‍`আহলুস-সুন্নাহ্ ফাউন্ডেশন‍‍` এর উদ্যোগে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় সর্বমোট ৩ লক্ষ ৮২ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরন করা হয়৷ বন্যার্তদের জন্য অর্থ কালেকশনের ক্ষেত্রে আমাদের প্রবাসী সদস্যগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এছাড়াও আমাদের সংগঠনের কিছু মেধাবী আলেম ও হাফেজগন অনলাইনে দরস, কুরআন তেলাওয়াত ও দ্বীনি মাসআলা প্রদানের মাধ্যমে যুব সমাজের মাঝে আল-কুরআনের আলো ছড়িয়ে দিচ্ছেন।

আলেমগন অনলাইন ভিত্তিক দরসের মাধ্যমে যুব সমাজকে মাদক, যেনা-ব্যাভিচার, গান-বাজনা সহ পশ্চিমা ও ভারতীয় অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

অত্র সংগঠনটি এলাকায় হত দরিদ্র অসুস্থ্য ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা সহ মাদকাসক্ত ব্যক্তিকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে চিকিৎসার উদ্যোগ নিয়েছে। সকলের সহযোগীতা ও ভালবাসায় আমাদের সংগঠনটি একদিন অনেকদূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী, ইনশাআল্লাহ্৷