সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ৪৭ নওগাঁ–২ (ধামইরহাট, পত্নীতলা) আসনের সাবেক এমপি শহিদুজ্জামান সরকার গত রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।তাঁর বিরুদ্ধে নওগাঁয় হত্যা চেষ্টা,চাঁদাবাজি,হয়রানি ও হুমকির মামলা রয়েছে।
তিনি ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট সাতবার নওগাঁ–২ (ধামইরহাট পত্নীতলা) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হোন। তিনি বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদ হুইপ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি আইন,বিচার ও সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পান। এর পর থেকেই নিজ সংসদীয় এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। তাঁর সংসদীয় এলাকা ধামইরহাট ও পত্নীতলা এই দুই উপজেলায় গড়ে তোলেন সক্রিয় ব্যবসায়ী সিন্ডিকেট এবং দুর্ধর্ষ ক্যাডার বাহিনী।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন। সাবেক এমপি শহীদুজ্জামান সরকারের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনসাধারণ এবং বিভিন্নভাবে নিপীড়িত মানুষের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পায়।
আপনার মতামত লিখুন :