ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার গ্রেপ্তার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০২:১২ পিএম
সাবেক এমপি শহিদুজ্জামান সরকার। ছবি: রূপালী বাংলাদেশ

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ৪৭ নওগাঁ–২ (ধামইরহাট, পত্নীতলা) আসনের সাবেক এমপি শহিদুজ্জামান সরকার গত রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।তাঁর বিরুদ্ধে নওগাঁয় হত্যা চেষ্টা,চাঁদাবাজি,হয়রানি ও হুমকির মামলা রয়েছে।

তিনি ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট সাতবার নওগাঁ–২ (ধামইরহাট পত্নীতলা) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হোন। তিনি বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদ হুইপ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি আইন,বিচার ও সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পান। এর পর থেকেই নিজ সংসদীয় এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। তাঁর সংসদীয় এলাকা ধামইরহাট ও পত্নীতলা এই দুই উপজেলায় গড়ে তোলেন সক্রিয় ব্যবসায়ী সিন্ডিকেট এবং দুর্ধর্ষ ক্যাডার বাহিনী।

 উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন। সাবেক এমপি শহীদুজ্জামান সরকারের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনসাধারণ এবং বিভিন্নভাবে নিপীড়িত মানুষের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পায়।