শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদ্দুস বেপারীকে আটক করেছে র্যাব-১০। পরে বৃহস্পতিবার নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে জাজিরা থানা পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর শান্তিনগর থেকে তাকে আটক করা হয়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে তাকে জাজিরা থানায় প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন।
জাজিরা থানা সূত্রে জানা যায়, আটক চেয়ারম্যান কুদ্দুস বেপারীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৪৪টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামী ছিলেন। এছাড়াও কুদ্দুস বেপারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিকদল কর্মী নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামী। সেখানেও তিনি পলাতক আসামি ছিলেন।
গতকাল বিকালে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে। এরপর জাজিরা থানায় তার আটকের বিষয়টি অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যাব-১০।
জানতে চাইলে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, গতকাল বিকালে ঢাকার শান্তিনগর থেকে কুদ্দুস বেপারীকে আটক করে র্যাব-১০। এরপর আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা র্যাব-১০ থেকে তাকে হেফাজতে নেই। পরে তাকে নিয়মিত মামলায় বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :