পিরোজপুরের স্বরূপকাঠিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ড প্রাপ্ত জেলে মো. খোকন খাঁন (৩৮) ও হৃদয় ডাকুয়া (২২) উপজেলার জলাবাড়ি এলাকার বাসিন্দা।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে সন্ধ্যা নদীতে মেরিন ফিশারিজ অফিসার সৌরভ মন্ডল, ফিল্ড এ্যসিন্ট্যান্ট পলাশ কুমার সেন, মৎস্য অফিস সহকারী তরিকুল ইসলামের নেতৃত্বে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকারীদল উপজেলার সন্ধ্যা নদীর জলাবাড়ি এলাকা থেকে জেলে মো. খোকন ও হৃদয়কে আটক করে।
এ সময় আটককৃত জেলেদের কাছ থেকে ইলিশ ধরার জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটককৃতদের নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ
ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক ওই অর্থদন্ড দেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ দুস্থদের মাঝে বিতরণ
করা হয়েছে।
আপনার মতামত লিখুন :