ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নওগাঁয় গ্রাম আদালতের প্রচারনায় সমন্বয় সভা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৫:০৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁয় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  টি. এম. এ মমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক শামীম রেজা সজীব, জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট শামিমা আক্তার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়ে) প্রকল্প (ইএসডিও) জেলা ম্যানেজার সুভাষ সরকার প্রমূখসহ উক্ত প্রকল্পের  অন্যান্যরা কর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তরা গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় এবং স্থানীয় অংশীজনদের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।