ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৬:২৮ পিএম
আটক চেয়ারম্যান রুবেল উদ্দিন। ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গলস্থ র‍্যাব-৯ এর সদস্যরা।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান,  সদস্যরা তাকে গ্রেপ্তার করে রাতে মৌলভীবাজার থানা হস্তান্তর করেছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।