ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

আলোচিত সেই রুপার জামিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৬:৫৬ পিএম

আলোচিত সেই রুপার জামিন

ছবি: রূপালী বাংলাদেশ

রাইফেল, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার হওয়া আলোচিত রুপা খাতুন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ শুনানি শেষে তাকে ১ হাজার টাকা বেল বন্ডে পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন। জামিন পাওয়া রুপা খাতুন চুয়াডাঙ্গা শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে। রুপার আইনজীবী নাজমুল হাসান লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। এ সময় তার বাড়ী থেকে পয়েন্ট ২২ মি. মি. রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ, ৩টি মোবাইল, ২টি দেশীয় অস্ত্র (কিরিচ), ১টি হুক্কা এবং ৬টি মদের বোতল উদ্ধার করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। ওই মামলায় জেলা ও দায়রা জজ আদালতে রুপাকে হাজির করা হলে বিচারক উভয়পক্ষের বিবৃতি শোনার পর রূপার জামিন মঞ্জুর করেন।

আরবি/জেডআর

Link copied!