নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিগত স্বৈরাচার সরকারের আমলে সাবেক সেতুমন্ত্রীর ভাই-ভাগিনার সাথে হাত মিলিয়ে নিজেকে আওয়ামীলীগ নেতা দাবি করে ভুমিহীনদের জায়গা ও বাড়িঘর নিজের নামে রেকর্ড করে নেয়ার অভিযোগ ওঠেছে রাফি নামের এক ভুমিগ্রাসীর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের চর কলমি মৌজার বাসিন্দা এই রাফি। সাবেক সেতুমন্ত্রীর ভাই শাহাদাৎ ও ভাগিনা রাহাতের মদদে জেলা প্রশাসক কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তাকে অনৈতিক সুবিধার মাধ্যমে প্রায় এক হাজার একরের অধিক জায়গা নিজেদের নামে রেকর্ড করে নিয়ে যায় রাফি ও মিলন আমিনসহ কয়েকজন ভূমিগ্রাসী।
ভুক্তভোগীরা বলেন, আমরা নদী ভাঙ্গা মানুষ, সর্বহারা হয়ে এখানে এসে এই যায়গা গুলো ক্রয় করে বাড়ি ঘর নির্মাণ করে আজ দীর্ঘ অনেক বছর বসবাস করে আসতেছি, এমতাবস্থায় এই দুষ্কৃতকারি ভূমিগ্রাসী লোকগুলো আমাদের জায়গা তাদের নামে ভুয়া কাগজ পত্র রেকর্ড তৈরি করে আমাদেরকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে, বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন, সব সময় তারা অস্ত্র নিয়ে মহড়া দেয়, এতে আমরা আতঙ্কিত হয়ে বসবাস করতে হয়, কখন তারা আমাদের উপর বড় ধরনের কোন অঘটন ঘটিয়ে বসে, এজন্য আমরা মহামান্য জেলা প্রশাসন ও উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেন সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের বাড়ি ঘর দুয়ারের কাগজপত্র আমাদেরকে দ্রুত ফিরিয়ে দেয়।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভির ফরহাদ শামীম মুঠোফোনে বলেন, প্রকৃত মালিক ছাড়া অন্য কেউ নিজের নামে রেকর্ড করে থাকলে তাকে রেকর্ড সংশোধনীর জন্য দেওয়ানী মামলা করতে হবে। যারা মূল মালিক তারা যদি দখলে থাকে তাহলে তারা ল্যান্ড সার্ভেয়ার ট্রাইবুনাল বা দেওয়ানী আদলাতের মাধ্যমে রেকর্ড সংশোধনের মাধ্যমটাই হচ্ছে সমাধান। প্রয়োজনে ভূক্তভোগীদের আমার কাছে পাঠান, আমি কোম্পানীগঞ্জ স্যাটেলমেন্ট অফিসের মাধ্যমে বিষয়টি ক্ষতিয়ে দেখে সমাধানের চেষ্টা করব।
তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত মো: আসাদ উল্যা রাফি মুঠোফোনে বলেন, যারা অভিযোগ করেছেন তারা আমার চলাচলের পথ বন্ধ করে দিয়ে চাঁদা দাবি করছে। একটি কুচক্রী মহল টাকার বিনিময়ে গরিব মানুষদেরকে ভাড়া করে এনে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটি করেছে।
বিষয়টি নিয়ে কোম্পানীগঞ্জ থানা এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে তখন সেনাবাহিনীর নির্দেশে অভিযোগকারীরা পথের বাঁধা সরিয়ে নেন বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :