কিশোরগঞ্জের হোসেনপুরে আগুনে আট দোকানের মালামাল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
শুক্রবার (১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ রাতের আগুনে একটি ফার্মেসি, দুটি হার্ডওয়্যার, দুটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতা ও একটি পানের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান।
হোসেনপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রন করে।
ইউএনও অনিন্দ্য মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে।
আপনার মতামত লিখুন :