ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

সাবেক এমপি নুরুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৪:০১ পিএম

সাবেক এমপি নুরুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা

ছবি : রূপালী বাংলাদেশ

দুদকের মামলায় বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদারের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান তার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের পর আদালত  অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারকে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেন।

এর আগে এমপি নুরুল ইসলাম ও তার ছেলে প্রিন্সের বিরুদ্ধে নির্বাচন প্রচারণায় সময় জয়পুর দক্ষিণপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রবিন প্রামাণিক (১৭) নামের এক কিশোরকে মোবাইল চুরির অপবাদ দিয়ে মারপিট ও হত্যার অভিযোগে রয়েছে। এ ঘটনায় প্রিন্সের বিরুদ্ধে গত ১৪ অক্টোবর দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

আরবি/ এইচএম

Link copied!