দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৪। প্রতি বছর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ ভবনের সামনের থেকে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান ।
উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়, র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মো. মেহেদী হাসান সহকারী কমিশনার ভূমি বোরহানউদ্দিন, মো. সিদ্দিকুর রহমান অফিসার ইনচার্জ বোরহানউদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ ।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ২ জন যুবককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা ঋণ এবং ৩০ জন যুববকের মধ্যে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় ।
আপনার মতামত লিখুন :