কক্সবাজারের টেকনাফের ইয়াবা সম্রাট ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ম্যানেজার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা) মো. কামরুজ্জামান শুক্রবার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
আটক জাফর টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান। এর আগে ২০২১ সালে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয় সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে।
গত ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে ইয়াবা কারবারে বিতর্কিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরপর ২ সেপ্টেম্বর সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইট উড্ডয়নের আগমুহূর্তে বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব।
চলতি বছরের মে মাসে টেকনাফের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জাফর আহমদ। তিনি এর আগেও একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আপনার মতামত লিখুন :