ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জে বিপুল পরিমাণ টাকা ও চোরাই চিনি জব্দ, আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১০:০২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এর সাথে  নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় ৪ পাচারকারীকে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় তার বাসার নিচতলা ও দুতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা উদ্ধার করে। এছাড়াও অপর একটি স্থান থেকে ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চোরাই মালামাল মজুদ করে বাজারে বিক্রি করত। এজন্য প্রথম তারা ভারতীয় বস্তা থেকে চিনি বের করে দেশীয় কোম্পানী ‘ফ্রেস’র লোগো সম্বলিত বস্তায় ভরে ফ্রেস কোম্পানীর চিনি বলে বাজারে বিক্রি করে।

অভিযানের সময় রহমত আলীর বাসা থেকে নগদ ১৬ লাখ ৫  হাজার ৪৮৫ টাকা সহ বস্তা সেলাই করা ও টাকা গনণার মেশিন জব্দ করা হয়।