গ্রামাঞ্চলে সবাই তাকে কাল নাগিনী সাপ বলেই চেনে। যার বৈজ্ঞানিক নাম ক্রাইসোপেলিয়া অর্নাটা। এমনই একটি বিষধর সাপের বাচ্চা শুক্রবার (১ নভেম্বর) সকালে ধরা পরেছে জেলার গৌরনদী পৌরসভার গেরাকুল গ্রামে।
এদিকে, কাল নাগিনী সাপের বাচ্চা উদ্ধারের পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সরাফত হোসেন বাবু জানান, সকাল ১০টার দিকে দুর্লভ প্রজাতির একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা কৌশলে বাচ্চাটি বোতলে ভরে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হন্তান্তর করেছেন। পরবর্তীতে বন কর্মকর্তারা নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া বাচ্চাটি কাল নাগিনী সাপ।
এসময় বন কর্মকর্তারা গ্রামবাসীকে সর্তকতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছেন। বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউ টিমের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :