নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা কার্পেটিং কাজ পরিদর্শনে সৈয়দপুর পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী, রবিবার (২নভেম্বর) দুপুরে, সৈয়দপুর শহরের কলিম মোড়ে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন সৈয়দপুর পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী। পরিদর্শনকালে পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাল ৬ মাসের মধ্যে সৈয়দপুর শহরের প্রতিটি খানাখন্দভরা সড়ক সংস্কার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গত ৫ আগস্ট, আওয়ামী সরকার পতনের পর, গত ২৫ সেপ্টেম্বর সৈয়দপুর পৌর প্রশাসকের দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী।
স্থানীয়রা জানান,আওয়ামী শাসন আমলে, প্রায় সারে তিন বছর মেয়রের দায়িত্ব পালন করেন রাফিকা আক্তার জাহান বেবী, তারই দায়ীক্তে থাকাকালীন শহর উন্নয়নে প্রতিটা বছরে শত কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হলেও, সাবেক মেয়র রাফিকা আক্তার জাহান বেবি ও পৌর পরিষদের দুই চারজন কর্মকর্তার উন্নয়ন হলেও, সৈয়দপুর শহরের শিক্ষি ভাগও উন্নয়ন সম্ভব হয়নি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী একমাস ৫দিন, পৌর প্রশাসকের দায়িত্বে থেকে উন্নয়ন কাজ অপহত থাকায়, তার ও দেশের প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় কামনা করেছেন স্থানীরা, বরাদ্দকৃত রাস্তা গুলো হলো, মদিনা মোড় থেকে পোস্ট অফিস, ৫৭০ মিটার, কুন্দল এলাকায় একটি ড্রেন ৩১২ মিটার একই এলাকায় বাইপাস থেকে বাবু তুলশিরাম সড়ক পযন্ত ৮৪০ মিটার ও বাংলাবাজারের আবুল বাড়ী পযন্ত ৩২২ মিটার সড়কের সংস্থার কাজ চলমান রয়েছে, যান ও জনচলাচলের সুবিধার্থে শহরের বিভিন্ন সড়ক ও মোড়সমূহ প্রশস্ত করেছে সৈয়দপুর পৌরসভা।
গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন এ প্রকল্পের আওতায় সৈয়দপুর পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডসমূহে ক্ষতিগ্রস্থ ও নতুন কার্পেটিং সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠান আই ই এস পি সত্ত্বাধিকারী র প্রতিনিধি ও সাব ঠিকাদার শাহ নেওয়াজ শানু, পৌরসভার ইন্জিনিয়ার সেলিম জুয়েল, বিএনপির অন্যতম নেতা শওকত হায়াত শাহ, সাবেক কাউন্সিলর সাবুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :