ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শার্শায় জামায়াত কর্মিকে পিটিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:২৭ পিএম

শার্শায় জামায়াত কর্মিকে পিটিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শায় ছেলেকে না পেয়ে বাবা আলী রসুল (৫০) নামে এক জামায়াতে কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আলী রসুল উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। রাতেই একটি বিক্ষোভ মিছিল উপজেলার শিওরদাহ বাজার প্রদক্ষিণ করে বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় জামায়াত নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, যারা এ হামলায় জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দূর্গাপুর ওয়ার্ডে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতা-কর্মীরা নিজ নিজ বাড়ি ফিরে যায়। এ সময় ওই এলাকার আজিত, ইকরাম, আতাউর, আল আমীন, মুন্না, আজগার, বিল্লাল ও কিতাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াত কর্মী আব্দুল্লাহর বাড়িতে হামলা চালায়। তারা আব্দুল্লাহকে না পেয়ে তার পিতা আলী রসুলকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে এই ইউনিয়নে জামায়াতের কোন মিটিং করা যাবে না বলে হুংকার দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, জামায়াতের সাধারণ সভা শেষে সবাই বাড়ি চলে গিয়েছিলো। পরে আওয়ামী লীগ আমলে সন্ত্রাস করে বেড়ানো ওই সমস্ত সন্ত্রাসীরা বিএনপির সাথে যোগ দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, ঘটনা কি ঘটেছে তা আমি জানিনা। বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। এখনো থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/ এইচএম

Link copied!