ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

ক্যান্সারের কাছে হার মানল বিদ্যানন্দের স্বেচ্ছাসেবী হানিফ

আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১০:১৫ এএম

ক্যান্সারের কাছে হার মানল বিদ্যানন্দের স্বেচ্ছাসেবী হানিফ

ছবি: রূপালী বাংলাদেশ

একুশে পদক বিজয়ী মানবিক সংগঠন বিদ্যানন্দের নিবেদিত প্রাণ, স্বেচ্ছাসেবী মোহাম্মদ জোবাইদুর রশীদ হানিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ও কিডনি জটিলতায় সপ্তাহব্যাপী লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের মেডিকেল সেন্টার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৫ বছর।

জানা গেছে, হানিফ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী মিয়াজান চৌধুরী বাড়ির হারুনুর রশিদ ও পশ্চিম গুনাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেহেরাজ বেগমের বড় সন্তান।

সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোনো হানিফ ছোটবেলা থেকেই আত্মীয়-স্বজন ও মানুষের সাথে গভীর সুসম্পর্ক বজায় রাখতেন। বন্ধুদের সাথে ঘোরাফেরা ও ভ্রমণ শখের বিষয় হলেও মানুষের বিপদে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়া ছিল তার তীব্র নেশা। বিদ্যানন্দের সম্মুখসারির স্বেচ্ছাসেবী হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্যোগে মানুষের বিপদে প্রত্যক্ষভাবে সেবা দিয়ে আসছিলেন। সর্বশেষ ফেনীর বন্যাতেও তিনি গলা পানিতে নেমে বন্যা দুর্গতদের উদ্ধার করেছেন, ত্রাণ বিতরণ করেছেন।

তাঁর সম্পর্কে বিদ্যানন্দের অন্যতম মুখপাত্র মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, কাজের প্রতি ডেডিকেশন, একাগ্রতা ও মানবসেবার তীব্র বাসনা- এসব বিবেচনা করে র‍্যাংকিং করলে হানিফ বিদ্যানন্দের সেরা ৫ স্বেচ্ছাসেবীর ১ জন। তাকে হারিয়ে ফেলার ক্ষতটা বিদ্যানন্দ পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।’

রোববার (৩ নভেম্বর) বাদ আসর হানিফের নিজ গ্রাম কালীপুরে জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

আরবি/এফআই

Link copied!