ফেনীতে সম্প্রতিকালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাড়িয়ে আত্ম মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করেছে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সম্মিলিত প্ল্যাটফর্ম স্বেচ্ছাসেবক পরিবার।
স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গনি রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, ফেনীর ট্রাফিক পরিদর্শক শওকত আহমেদ, ফ্রি মোশানের প্রতিষ্ঠাতা ফিরোজ হাসান, মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান। জেলা স্বেচ্ছাসেবী সংগঠক নিশাত আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান দারা, সংগঠক ইমন উল হক, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরএম আরিফুর রহমান ও ঢাকা মেইলের ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক মুহাইমিন তাজিম ও বদরুদ্দোজা নোবেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফেনীতে ভয়াবহ বন্যায় যে রেকর্ড সৃষ্টি হয়েছিল ওই সময় বিপর্যস্থ মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকরা আরেকটি নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে ফেনীবাসীর পাশে থাকার কারণে বন্যায় ক্ষয়ক্ষতি অনেক অংশে কমে এসেছিল। প্রাণহানির ঘটনাও তুলনামূলক কম হয়েছে।
স্বেচ্ছাসেবকদের এ অনন্য ভূমিকার কথা ফেনীর মানুষ সব সময় শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।
অনুষ্ঠানের শুরুতে স্বেচ্ছায় রক্তদান করে কার্যক্রমের উদ্বোধন করেন আমরা আমরাইতো সংগঠনের অন্যতম সংগঠক জান্নাতুল ফেরদৌস বিথী।
আপনার মতামত লিখুন :