ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী মারাত্মক আহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১১:২৫ এএম

ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী মারাত্মক আহত

ছবি: রূপালী বাংলাদেশ

স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন নিজ বাড়ি ঝিনাইদহের গাননি মাধবপুর গ্রামে। পথিমধ্যে সড়কেই প্রাণ হারালেন স্ত্রী সুমাইয়া আক্তার শিমু (২০)। স্বামীর অবস্থা আশংকাজনক।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত ও স্বামী গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকা থেকে মোটর সাইকেল যোগে স্বামী-স্ত্রীসহ দুইজন ঝিনাইদহ নিজ বাড়িতে যাচ্ছিলেন।

নিহত স্ত্রী সুমাইয়া আক্তার শিমুর বাড়ি ঝিনাইদহ জেলা সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামে। সে মৃত কামাল মুন্সী কন্যা ও আহত স্বামী  আলাউদ্দিন সরকারের ছেলে ঢাকা জেলার সহিদ নগর ভাটারা এলাকার প্রান্ত সরকার (২৫)।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বামী- স্ত্রী দুইজন মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। 

ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলের সাথে ধাক্কা লেগে স্ত্রী  সুমাইয়া আক্তার নিহত ও স্বামী আহত হয়। আহত স্বামী প্রান্ত সরকারকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় প্রতিদিনই ভাঙ্গায় ঘটছে সড়ক দূর্ঘটনা। দূর্ঘটনা এখন যেনো এখানকার সাভাবিক একটি বিষয় হয়ে পরেছে। এনিয়ে স্থানীয় সচেতন মহলে রয়েছে উদ্বিগ্ন-দুশ্চিন্তা। 

আরবি/জেডআর

Link copied!