কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী আভিযানে অবৈধভাবে অনুপ্রবেশকারী দুই জন ভারতীয় নাগরিককে মাদকসহ আটক করা হয়েছে।
বিজিবি জানায়, ০২ নভেম্বর বিকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোষ্ট এর বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০৮৪/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান হতে ০৪টি বিয়ার ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক মো. রনি (২১) এবং মো. দেলোয়ার হোসেন (১৮) কে আটক করে। তারা ভারতের সোনামুড়া থানার শুভাপুর গ্রামের। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোতয়ালী মডেল থানা পুলিশের হস্তান্তর করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে আসামিদের জেলে পাঠানো হয়েছে।