ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গুরুদাসপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৫:০৫ পিএম
আটক আব্দুল গফুর মোল্লা। ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ মামলায় আব্দুল গফুর মোল্লা (৭০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে। গফুর পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লার আহাদ আলী মোল্লার ছেলে।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) দুপুরে গফুর মোল্লার লিচু বাগানের সাথে প্রতিবেশি ভ্যানচালকের পাঁচ বছর বয়সী কন্যা শিশু  খেলা করছিল। এসময় আব্দুল গফুর কৌশলে তাকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।

শিশুটির বাবা বলেন, আমি মাঠে কাজ করছিলাম। খবর পেয়ে মেয়েকে রক্তক্ষরণ অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলা করতে অনেকেই নিষেধ করেছেন তাদের। তবুও অপরাধীর শাস্তি চান শিশুটির মা-বাবা।

কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান লুনা বলেন, শিশুটির আলামত সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট হলেই জানা যাবে। 

আসামি আব্দুল গফুর দাবি করেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, শিশুটির বাবা থানায় বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।