অসুস্থ ও বার্ধক্যের কাছে হেরে গেলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতা মোসলেম উদ্দিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা ছিলেন অপ্রতিরোধ্য এক শিক্ষানুরাগী ও সমাজ সেবক। দলমত নির্বিশেষে সবার সঙ্গেই মিশতেন। এলাকার মানুষের স্বার্থে যেকোনো প্রয়োজনে বৃদ্ধ বয়সেও ছুটতেন।
রোববার (৩ অক্টোবর) দুপুর ২টায় নন্দীগ্রাম শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসলেম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোহান সরকার ও থানার ওসি তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এরপর মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের একমাত্র পুত্র নন্দীগ্রাম পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল নেতা জিআর সৈকত উদ্দিন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের পূর্বপাড়ার নিজ বাসায় অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তার বাবা স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত রতন উল্ল্যা প্রামানিকের ছেলে।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, সাংবাদিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।