কক্সবাজারের টেকনাফে ২ বিজিবির অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড তাঁজা গুলি ও ১টি খালী খোসাসহ মো. আলম (২৯) নামে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে। ধৃত রোহিঙ্গা বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে ডুকে পড়েছিল।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ৩রা নভেম্বর রবিবার বিকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে টেকনাফের জীম্বংখালীস্থ স্থানীয় শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখেন একব্যক্তিকে। উক্ত ব্যক্তির চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার নিকট হতে ১টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড তাঁজা গুলি ও ১টি খালী খোসা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলম। সে উখিয়া ১২ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-জি/৭ এর বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
জিজ্ঞাসাবাদে সে বিজিবিকে জানায়, এই রোহিঙ্গা ডাকাত দলের সদস্য। বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান, বাড়ী-ঘরে ডাকাতি করে আসছে।
আটককৃত রোহিঙ্গা ডাকাত দলের সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :