ভোলায় চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলিসহ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ চার জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। সোমবার (৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার বাপ্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্য তিন সহযোগী হলেন- শেখ ফরিদ (৩৭), মো. কামাল (৫২) ও মো. আল আমিন (২১)।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কোস্টগার্ড সদস্যরা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ ও ৪টি দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল।
গ্রেপ্তার মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ তকি জানান, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :