ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৪:৩০ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেল মিয়া। ছবি: রূপালী বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীরা জানায়,বগুড়া-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে রাত ৮টায় বগুড়া থেকে রাসেল এক যুবক মোটরসাইকেল নিয়ে পৌঁছিলে স্লিপ করে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত রাসেল কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান পাড়ার দুলা মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।