ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সেনাবাহিনীর অভিযানে জেলার ফুলপুর পৌরসভার সাবেক মেয়র শশধর সেনকে (৫০) গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। রোববার বিকেলে শশধর সেনকে সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ফুলপুর থানা পুলিশ। এর আগে এদিন ভোররাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর নেতৃেেত্ব যৌথ বাহিনীর সদস্যরা। পরে দুপুরে সেনাসদস্যরা আসামিকে ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী।
তিনি আরো জানান, শশধর সেনের বিরুদ্ধে গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।