ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কৃষক আবু তাহের লাউ চাষ করে স্বাবলম্বী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৪:৪৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  লাউ চাষ করে সফলতার মুখ দেখেছেন কৃষক আবু তাহের। তিনি ১৫ শতাংশ জমিতে ২৫ হাজার টাকা খরচ করে লাউয়ের চাষ করেন। সেই জমি থেকে তিনি এখন পর্যন্ত এক লক্ষ টাকার লাউ বিক্রি করেছেন।

বর্তমানে বাজারে দাম কিছুটা কমে আসলেও যে পরিমান লাউ আছে তা থেকে আরো ১০/১৫ হাজার টাকার লাউ বিক্রির প্রত্যাশা করছেন তিনি।

আবু তাহের মিয়া জানান, এ বছর লাউয়ের ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাওয়ায় তিনি লাভবান হয়েছেন। পাইকারি বাজারে প্রতি পিস লাউ ৫০/৬০ টাকা করে বিক্রি করে এখন পর্যন্ত তিনি এক লক্ষ টাকার উপরে বিক্রি করেছেন। এতে তার আসল বাদে ৭৫ হাজার টাকা লাভবান হয়েছেন। স্বল্প পুঁজি দিয়ে তিনি বড় পরিসরে সবজি চাষ করতে পারছেন না। তবে কৃষি বিভাগ থেকে সরকারি ভাবে যদি সহায়তা পান তিনি উপকৃত হবেন এমনটাই প্রত্যাশা করছেন।