ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ধুনটে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীর জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৬:১২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট প‌রিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ৪ নভেম্বর বিকেলে উপজেলার ধুনট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও এ‌ক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।

জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় বাজারের তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ৫ শত টাকা করে মোট ১ হাজার ৫শ টাকা অর্থদন্ড হিসেবে জ‌রিমানা করা হয়েছে।

এসময় ধুনট থানা পুলিশ উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। বাজারের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট প‌রিচালনা অব্যহত থাকবে বলেও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।