অন্যান্য দিনের মতোই বাড়ি থেকে বের হয়েছিলেন আব্দুর রহমান (৩২)। তবে সন্ধ্যা নেমে রাত গভীর হলেও ঘরে ফেরেননি তিনি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। সপ্তাহ থানেক ধরে বহু সন্ধান করে নিরুপায় হয়ে সাধারণ ডায়েরি করা হয় থানায়। এ ঘটনার প্রায় ছয় মাস অতিবাহিত হতে চললেও কোন হদিস মেলেনি মানসিক ভারসাম্যহীন যুবক আব্দুর রহমানের।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ আব্দুর রহমান মানসিক ভারসাম্যহীন। তিনি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া কাঠেরপুল এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। চলতি বছরের ১১ মে বিকেল সাড়ে ৫টার দিকে চৌধুরীপাড়ায় তাদের নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হন। এরপর বহু খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে ২০ মে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
আব্দুর রহমানের বড় ভাই মিজানুর রহমান স্বাক্ষরিত সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, নিখোঁজ আব্দুর রহমান একজন মানসিক ভারসাম্যহীন রোগী। ২০১৩ সালের ২৬ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২৭ দিন পর রুপগঞ্জ কাঞ্চন ব্রীজের সামনে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া যায়।
নিখোঁজ ব্যক্তির বিবরণ. নাম. মো. আব্দুর রহমান, পিতা. মো. জাকির হোসেন, গায়ের রং-ফর্সা, মুখ-লম্বাটে, নাক ও কান. খাড়া, উচ্চতা-৫ ফুট ৬ ইঞ্চি, ওজন- ৬০ কেজি। নিখোঁজের সময় শরীরে হাফ হাতার কালো রংয়ের টিশার্ট, পরনে গেভাডিংয়ের ফুল প্যান্ট ও পায়ে কালো রংয়ের স্যান্ডে ছিল। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৩০৭৪৪২৭৯ (মিজানুর রহমান) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।