মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- সেপ্টেম্বর ২০২৪ এর অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) মহোদয়ের নেতৃত্বে ০৩ নভেম্বর সোমবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে এ কার্যক্রম শুরু হয়।
পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) মহোদয় অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, "শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। কোন সুপারিশ বা তদবিরে কারো চাকরি হবে না। কেউ চাকরির প্রলোভন দেখিয়ে টাকা চাইলে সাথে সাথে পুলিশকে অবহিত করবেন । প্রাথমিক বাছাইয়ের প্রথম ধাপে আজ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে উপস্থিত ১২১৯ জনের মধ্য থেকে ৮২০ জন দ্বিতীয় ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
আগামীকাল (০৫ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট) শাহ আলন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।