ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৯:১৫ পিএম

আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প

ছবি: রূপালী বাংলাদেশ

উত্তরাঞ্চলের মানুষ বেঁচে থাকার আশা জাগানো মানুষের জীবনযাত্রা নিয়ে তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। ক্তব্য দেন কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র-জিইউকে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

আলোকচিত্রী সৈকত মজুমদারের আলোকচিত্র নিয়ে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান এবং সম্মানীয় অতিথি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান ও জিইউকে রেডিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিইউকের নির্বাহী প্রধান এম আবদুস সালাম ও শুভেচ্ছা বক্তব্য দেন কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর ডেপুটি ডিরেক্টর মেরী রশিদ। এই প্রদর্শনী ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। চিত্র প্রদর্শনী সকলের
উন্মুক্ত।
 

আরবি/জেডআর

Link copied!