বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখা ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং চট্টগ্রামের নব-নির্বাচিত মেয়র ডা. শাহদাত হোসেনকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে।
আগামী ১১ নভেম্বর সোমবার বিকেল তিনটায় চট্টগ্রাম ইনস্টিটিউশন অব ইনি্জনিয়ার্স মিলনায়তনে দুই পর্বে এই অনুস্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুস্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্হায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তা হিসাবে উপস্হিত থাকবেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্হায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
৪ নভেম্বর সন্ধ্যা ছয়টায় বিএমএ ভবনে অনুস্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি।
সংগঠনের সদস্য-সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরীর সন্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড্যাব চমকে শাখার সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন, ড্যাব চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক তমিজ উদ্দীন মানিক, চ.বি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক অধ্যাপক নসরুল কদির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো, শাহনওয়াজ, ড্যাবের সাধারন সম্পাদক ডা. ইফতেখার লিটন, চ.বি অধ্যাপক মো. জাহেদুর রহমান চৌধুরী, প্রকৌশলী নুরুল আলম,ডা. ঈসা চৌধুরী, ডা. শাহনেওয়াজ মামুন, ডা. ইমরোজ উদ্দীন, ব্যাংকার মেহরাব হোসেন খান, ব্যাংকার আনোয়ার হোসেন, ডা. শাকির উর রশীদ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. রিফাত কামাল, ডা. হাসানুল বান্না, প্রকোশলী ইমরান খান, প্রকৌশলী কামরুজ্জামান, ডা. ইফতেখার আমিন, ব্যাংকার আবুল হাসেম, জনাব ওমর ফারুক জনাব আসাদুজ্জামান, মো জাহিদ মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব বিবেচনায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর প্রজ্ঞা এবং সময়োচিত পদক্ষেপে ঐ দিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।
আপনার মতামত লিখুন :