বাগেরহাটের মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার নালা এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে এই মাংস উদ্ধার করা হয়। উদ্ধার হরিণের মাংস ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোংলা উপজেলার মো. আসাদুল ইসলাম (২৭) এবং মো. সয়দার শিহাব উদ্দিন (১৯)।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা মুনতাছির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়েছে। হরিণের মাংস ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে।বন্য প্রাণি ও সুন্দরবন রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :