দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। একই সাথে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে মেঘের রাজ্য সাজেক ভ্যালী।
এর আগে, গেল ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে খাগড়াছড়ি জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্টরা।
পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিন্ধান্তকে স্বাগত জানিয়েছে খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা।
তিনি বলেন, এখানকার পর্যটন খাতের সাথে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পরেছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয় সেক্ষেত্রে মঙ্গলবার থেকে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। সংঘর্ষে তিনজন নিহত হন। এর পরপরই সহিংসতা ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতে।
এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।
আপনার মতামত লিখুন :