ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

পৌরভবনের সামনে ঝাড়ু মিছিল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৪:৪৮ পিএম

পৌরভবনের সামনে ঝাড়ু মিছিল

ছবি: রূপালী বাংলাদেশ

মোংলা পোর্ট পৌরসভার সাবেক দূর্নীতিবাজ হিসাব রক্ষক কর্মকর্তা "সরদার আবদুল হান্নান" আবারও মোংলা পৌরসভায় যোগদানের খবরে পৌরভবনের মুল ফটকের সামনে ঝাড়ু মিছিল করেছে মোংলা পৌরবাসী ও বিএনপি‍‍`র নেতা কর্মিরা। এসময় তারা নানা শ্লোগান দিতে থাকে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় মোংলা পোট পৌরসভার মুল ফটকের সামনে অবস্থান নিয়ে নানা শ্লোগান দেয় মিছিলকারিরা। প্রায় ঘন্টাব্যাপি অবস্থান করে সরেযান তারা। এসময় মোংলা পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, সাধারন সম্পাদক মনির হোসেন, মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, বেবী বেগম, পৌর মৎস্যজীবি দলের সভাপতি গাজী মাইনুল হোসেন (মনু), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি, তাতী দলের সাবেক সদস্য সচিব গাজী মনিরুজ্জামান মনি ও পৌর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাসহ বিএনপি নেতা কর্মি উপস্থিত ছিলেন।

ঝাড়ু মিছিলকারীরা বলেন, এর আগে মোংলা পৌরসভায় কর্মরত থাকা অবস্থায় দূণীতি আর লুটপাট করে জনগনের টাকা হাতিয়ে নিয়েছেন সরদার আবদুল হান্নান। আওয়ামী লীগ ক্ষমতার সময় তিনি তাদের দালালি করে বিএনপির নেতা কর্মিদের হয়রানী করেছেন। এখন আবারও লুটপাট চালাতে মোংলা পোট পৌরসভায় যোগদান করার  চেষ্টা করছেন।

মৎস্যজীবি দলের সভাপতি মাইনুল হোসেন বলেন, কোন অবস্থাতে সরদার আদুল হান্নানকে মোংলা পৌরসভায় ঢুকতে দেওয়া হবেনা।

মহিলা দলের নেত্রী বেবী বেগম বলেন, তারা প্রতিনিয়ত ঝাড়ু ও জুতা নিয়ে পাহারা দিবেন। যেন কোন দূর্নিতিবাজ মোংলা পৌরসভায় ঢুকতে না পারে।

এ বিষয়ে সরদার আবদুল হান্নান বলেন, আমি এক সময় মোংলা পৌরসভায় কর্মরত ছিলাম। সরকারী আদেশে পাশবর্তী উপজেলা মোড়লগঞ্জ পৌরসভায় বদলি হয়ে সেখানে দায়িত্ব পালন করি। দীর্ঘ দিন পর সংশ্লিষ্ট মন্ত্রনালয় আমাকে আবার মোংলা পৌরসভায় বদলি করে। সেই মতে আজ মঙ্গলবার আমি যোগদানের কথা ছিলো। কিন্তু কিছু লোক পৌরসভার সামনে জড়ো হয়ে ঝাড়ু মিছিল কেন করেছে তা তিনি জানেননা।

আরবি/জেডআর

Link copied!