ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

আলেম-ওলেমাগণের সাথে ইউএনওর মতবিনিময়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৫:০৪ পিএম

আলেম-ওলেমাগণের সাথে ইউএনওর মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি টিকাদান কর্মসূচি নিয়ে আলেম-ওলেমাগণের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা এমদাদুল হকে সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, টিকা ইন্সপেক্টর আসাদুজ্জামান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-নান্দাইল উপজেলা মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা শায়খ আমরুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলী উল্লাহ, জমিয়তে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা হামিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ছাইদুল ইসলাম, নান্দাইল মডেল মসজিদের খতিব মাওলানা রাকিবুল হাসান, মাওলানা আব্দুল কাদির, মাওলানা, ওমর ফারুক, মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় টিকাদান কর্মসূচির স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এসময়  আলেম সমাজের নেতৃবৃন্দ টিকাদান কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।


 

আরবি/জেডআর

Link copied!