দোহাজারী টু কক্সবাজার রেললাইনের যাত্রীসেবা ও নিরাপদ ট্রেন চলাচলে রেললাইনের ত্রুুটি যাচাই ও তমা কনস্টাশনের কাজ অসমাপ্ত আছে কিনা তা দেখার জন্য ৫ নভেম্বর সকালে দোহাজারী রেলষ্টেশন ও রেললাইন হেঁটে পরিদর্শন করেছেন পরিদর্শক টিম। এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে এর জিআইবিআর ফরিদ আহমদ, সিওপিএস পূর্বাঞ্চল শহীদুল ইসলাম, চট্টগ্রামের ডিআর এম কামরুল হাসান, দোহাজারী কক্সবাজার প্রকল্পের এপিডি আবুল কালাম,চট্টগ্রামের ডিটিও আনিছুর রহমান, চট্টগ্রামের ডিসিও তারেক রহমান এমরান, তমা গ্রুপের চিপ কডিনেটর মো. খসরু চৌধুরী, জিআরপি পূর্বাঞ্চলের চিপ কমাডেন্ট মো. আশাবুল ইসলাম, কমাডেন্ট শহিদুল ইসলাম, দোহাজারী ষ্টেশন মাষ্টার ইকবাল হোসেন চৌধুরী, আতিকুর রহমান, সঞ্চয় ঘোষ রায়সহ রেল বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলাবাহিনী উপস্থিত ছিলেন।
বিশেষ ষ্পেশাল ট্রেনটি দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন ট্রেন ষ্টেশন ও রেল লাইন পরিদর্শন করবেন বলে জানা যায়।
পরিদর্শনকালে জানান, নব নির্মিত দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত দুটি কনস্ট্রকশন গ্রুপ তমা ও ম্যাক্স কাজটি পেয়েছিলেন কিন্তু রেললাইন উদ্বোধন হলেও কিছু কাজ অসম্পূর্ণ থেকে যায়। আজ তা কতটুকু সম্পন্ন হয়েছে পরিদর্শন করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে শুরু হয় ১৮ হাজার ৩৪ কোটি টাকার দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ।
চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দুই ভাগে কাজ করছে। এটি সরকারের অগ্রাধিকার (ফাস্ট ট্র্যাক) প্রকল্পের অন্তর্ভুক্ত। এর মধ্যে আইকনিক রেলস্টেশন নির্মাণের বিপরীতে খরচ বাবদ ২১৫ কোটি টাকা।
আপনার মতামত লিখুন :