বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের শামসুল হক ফকিরের ছেলে উজ্জল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হকের ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম ইউসুফ (৩৫), বরিশাল বিমানবন্দর থানার নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খানের ছেলে টিপু খান ওরফে টুকু খান (৪০)। বিষয়টি গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল টহল পুলিশ রোববার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছ্যানদা ও ডাকাতির সরঞ্জামাদিসহ ওই ৭ ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে থানার এস.আই নাইমুল ইসলাম বাদি হয়ে আটককৃত ৭ ডাকাতের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ ডাকাতকে আসামি করে সোমবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ওই ৭ ডাকাতকে বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানেরার নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :