দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দ্র ও নিউজিল্যান্ড খ্যাত জনপদ শাহজাদপুর পৌর এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা-ভ্যান, সিএনজি টেম্পুসহ নানা যানবাহনের সীমাহীন দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে। এসব অটো রিক্সা-ভ্যানসহ নানা যানবাহনের আধিক্য ও বেপরোয়া চলাচলে নিয়মনীতির তোয়াক্কা করছে না চালকেরা। সেই সাথে, স্থানীয়ভাবে এসব অটো রিক্সা-ভ্যানসহ অন্যান্য যানবাহন পার্কিংয়ে নেই কোন নির্ধারিত স্ট্যান্ড। ফলে পৌর এলাকার ব্যস্ততম বিভিন্ন সড়কের যেখানে সেখানে অনিয়মতান্ত্রিকভাবে যানবাহন পার্ক করায় সৃষ্ট তীব্র যানজটে এলাকাবাসীর দুর্ভোগ-দুর্গতি চরমে পৌঁছেছে। ফলে এর মধ্যেই নিত্যদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।
সেই সাথে, এসব অটো রিক্সা-ভ্যানের হর্ণের তীব্র শব্দে সৃষ্ট অসহনীয় শব্দ দূষণে পৌরবাসীর শ্রবণশক্তি ক্রমশ: কমে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জনজীবনেও ছন্দপতন ঘটছে। এসব কারণে পৌরবাসীর জনজীবন বিষিয়ে উঠছে। প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার অন্তর্গত পৌর এলাকার প্রধান সড়কগুলাতে নিয়ম-নীতি উপেক্ষা করে প্রতিনিয়ত অবাধে চলছে ব্যাটারি চালিত অটো রিক্সা-ভ্যান, নছিমন, করিমন, সিএনজি, কাভার্ড ভ্যান, মিনি পিকআপ, ট্রাক, মিনি ট্রাকসহ নানা যানবাহন। এসব যানবাহন পার্কিংয়ে যেমন নেই কোন স্ট্যান্ড। ফলে চালকদের নিয়ন্ত্রণ, নীতিমালার অভাব আর সংশ্লিষ্টদের নিয়মিত তদারকির অভাবে র্দীঘদিন পৌরবাসীক যানজটের কবলে পড়ে সীমাহীন দুর্ভোগ দুর্গতি পোহাতে হচ্ছে। এসব বিষয়ে পত্র পত্রিকায় মাঝে মধ্যেই লেখালেখি হচ্ছে। কিন্তু, কাজের কাজ কিছুই হচ্ছে না।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহজাদপুর পৌরসভার প্রশাসক মো. কামরুজ্জামান জানান, শাহজাদপুরকে যানজটমুক্ত করতে উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। দিনের বেলায় বড় বড় বাস, ট্রাক যেন শহরে ঢুকে যানজট সৃষ্টি করতে না পারে, সে জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হবে।
অপরদিকে, সৃষ্ট অসহনীয় যানজট ও শব্দ দূষণমুক্ত শাহজাদপুর গড়তে ও জনদুর্ভোগ লাঘবে অতিদ্রুত যথাযথ উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা-এমনটাই দাবী পৌরবাসীর।
আপনার মতামত লিখুন :