ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

বাসের ধাক্কায় সড়কে, পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:২১ পিএম

বাসের ধাক্কায় সড়কে, পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

বাসের ধাক্কায় রিক্সাভ্যান থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায় ভ্যানচালক। পরক্ষণেই পেছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় সে। নাটোরের বড়াইগ্রামে এভাবেই মৃত্যু হয় সামাদ আলী মন্ডল (৪০) নামে এক ভ্যানচালকের।

নিহত ভ্যানচালক সামাদ উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বুজুর আলী পাড়ার হোসেন আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে বনপাড়া—নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া কালিকাপুর কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও ট্রাকটি শনাক্ত করতে পারলেও রহস্যজনক কারণে এজাহারে অজ্ঞাত হিসেবে উল্লেখ করেছে।  

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, যাত্রী নামিয়ে নিজ বাড়ির দিকে ফেরার পথে বাসের ধাক্কার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানচালক সামাদ। ঘাতক ট্রাক ও বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এজাহারে আপাতত অজ্ঞাত লেখা হয়েছে। পরবর্তীতে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/এফআই

Link copied!