মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে আতাউর রহমান চুন্নু (৫০) নামের এক মাদক কারবারিকে আটকপূর্বক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মেহেরপুর শহরের বোষপাড়ায় এ মোবাইল কোট পরিচালনা করা হয়।
জানা গেছে, নিজ বাড়িতে বসে নেশাজাত দ্রব্য বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালায়। অভিযান চালিয়ে নিষিদ্ধ ব্যাথানাশক ট্যাবলেট বিক্রি করার আলামত পায়।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এর নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪২-এর-১ ধারা লঙ্ঘন এর দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান বাংলাদেশ সেনাবাহিনী-২৭ ফিল্ড আর্টিলারী রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ইন্সপেক্টর আবুল হাসানসহ যৌথ বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :