যশোরের চৌগাছায় ১২ নারীকে একটি করে ছাগল, ১২ জনকে নগদ ৫ হাজার টাকা, ৩ জনকে ইঞ্জিনচালিত ভ্যান এবং ১০টি কওমি মাদরাসায় ৫ হাজার করে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের অস্থায়ী অফিসে বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ।
উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিম সাংগঠনিক শাখা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর-২ চৌগাছা- ঝিকরগাছা আসনে জাতীয় নির্বাচনের প্রার্থী মাওলানা আরশাদুল আলম। এ ছাড়া, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন, অধ্যাপক হাসানুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপহার হিসেবে বিনামূল্যে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার ১২নারীকে ১২টি ছাগল, ৩ জনকে ৩টি ইঞ্জিনচালিত ভ্যান, উপজেলা ও পৌরসভার ১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা এবং উপজেলার ১০টি কওমি মাদরাসায় ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯৫ হাজার টাকা ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :