নওগাঁর ধামইরহাটে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতিয়তাবাদী দল `বিএনপি`র ধামইরহাট দলীয় কার্যালয় থেকে একটি র্যালী ধামইরহাট এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
র্যালী শেষে বিএনপি`র দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংঘতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান পৌর বিএনপির আহবায়ক সদস্য মো.শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, বিএনপি নেতা আলহাজ্ব মো.হানজালা,উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম মুসা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.রুহুল আমিন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শামীম কবির মিল্টন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর কৃষকদল নেতা রিপন প্রমুখ। উক্ত র্যালী ও আলোচনা সভায় ধামইরহাট পৌর এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।