ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৫:১৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‍্যালী ও সমাবেশের মধ্যে দিয়ে নাটোর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু,জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন। 

দুলু বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে ঐতিহাসিক দিন। এই দিনের ইতিহাস নতুন প্রজন্মের সকলের জানা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের যত সঙ্কটাপন্ন সময় এসেছে, জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।