ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নাফ নদীতে আরাকান আর্মির হাতে অপহৃত ২০ জেলে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৫:৩১ পিএম

নাফ নদীতে আরাকান আর্মির হাতে অপহৃত ২০ জেলে উদ্ধার

ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারে টেকনাফের নাফনদী থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে অপহৃত এসব জেলেদের ফেরত আনে বিজিবি।

এর আগে গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এ ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম ঘটনার দিন জানিয়েছেন, ২টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১৩টি ইঞ্জিন বিহীন নৌকা যোগে মোহনায় মাছ ধরাকালে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে যাওয়া হয়েছে। এদের সকলের বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীরদ্বীপের জালিয়াপাড়ার।

আরবি/ এইচএম

Link copied!