ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৬:২০ পিএম

খাগড়াছড়িতে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত পরিবেশে ব্যাপক-উৎসাহ-উদ্দীপনা শো-ডাউনে খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিশাল শোভা যাত্রা বের হয়।

শোভা যাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় হাজারো নেতাকর্মীর শ্লোগানে শহর প্রকম্পিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে হয় সমাবেশ।

খাগড়াছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আলম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, বেলাল হোসেন, কংচারী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সহ-সভাপতি আমীর খান, নাসির সিকদার, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল রহমান ওয়াসিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!