ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সোনারগাঁয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৬:৩০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক অস্থায়ী মঞ্চে আলোচনা সভা শেষে র‍্যালি অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এসময় প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির দুঃসময়ে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান দলকে আগলে রেখেছেন। ১৭ বছর পালিয়ে থেকে যারা দলের সুসময়ে মাথা উঁচু করে দাড়াতে চায় তাদের কোন সুযোগ দেওয়া হবেনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম মান্নান। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের অত্যান্ত প্রিয় মানুষ মান্নান। আপনারা সোনারগাঁয়ের নেতৃবৃন্দ আগামী নির্বাচনে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

আলোচনা শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে  বর্ণাঢ্য র‍্যালি  শুরু হয়। র‍্যালিটি উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ  প্রদক্ষিণ করে সভামঞ্চে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,  উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ও ছাত্রদল নেতা করিম রহমান প্রমুখ।